বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০১৬, ০৯:২৯:০১

ওয়ার্নার পরিবারে নতুন অতিথির আগমন

ওয়ার্নার পরিবারে নতুন অতিথির আগমন

স্পোর্টস ডেস্ক: দ্বিতীয় কন্যাসন্তানের জনক হলেন অস্ট্রেলিয়ার বিস্ফোরক ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। এদিন সিডনির এক হাসপাতালে কন্যাশিশুর জন্ম দেন ওয়ার্নারের স্ত্রী ক্যান্ডিস। সদ্যোজাত সন্তানের নাম ইন্ডি রায়ি রেখেছেন ওয়ার্নার দম্পতি। আইভি মায় নামে তাঁদের ১৬ মাসের আরও একটি কন্যাসন্তান রয়েছে।

এদিন নতুন সদস্য সমতে গোটা পরিবারের সঙ্গে ছবি টুইটার ও ইনস্টাগ্রামে পোস্ট করেন ওয়ার্নার। সেখানে তিনি লেখেন, স্ত্রী ক্যান্ডিস ও আমি সুন্দর ইন্ডি রায়িকে অভ্যর্থনা জানালাম।

অন্য একটি পোস্টে তিনি লেখেন, আইভি এইমাত্র তাঁর ছোট বোনের সঙ্গে দেখা করল।

গত মঙ্গলবার পারথে ভারতের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ছিলেন ওয়ার্নার। কিন্তু, বর্তমানে পিতৃত্বকালীন ছুটিতে থাকার জন্য তিনি দ্বিতীয় ও তৃতীয় একদিনের ম্যাচ খেলবেন না। ২০ তারিখ চতুর্থ একদিনের ম্যাচে তিনি ফের দলে ফিরবেন।

১৪ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আরিফুর রাজু/এআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে