বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০১৬, ১০:৪৩:৪১

জিম্বাবুয়ে ক্রিকেটে অভিনব সিদ্ধান্ত

জিম্বাবুয়ে ক্রিকেটে অভিনব সিদ্ধান্ত

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ে ক্রিকেট দলকে পরাজয়ের বৃত্ত থেকে বের  করে আনতে অভিনব সিদ্ধান্ত জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। এজন্য এই দলে নতুন করে দুইজন কোচকে নিয়োগ দিয়েছে বোর্ড। বোলিং কোচ হিসেবে দায়িত্ব নতুন দেয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা পেসার মাখায়া এনটিনিকে। আর ব্যাটিং পরামর্শক হিসেবে থাকবেন লঙ্কান মারভানা আতাপাত্তু।

বাংলাদেশ সিরিজের শুরু থেকেই ব্যাটিং পরামর্শক হিসেবে জিম্বাবুয়ে দলে যোগ দেবেন আতাপাত্তু। এর আগে শ্রীলঙ্কা জাতীয় দলের দায়িত্ব পালন করেছেন দেশটির অন্যতম সেরা এই ব্যাটসম্যান। আর ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ে দলের বোলিং কোচের দায়িত্বে নেবেন এনটিনি। গত বছর দুই বছরের চুক্তিতে প্রধান কোচের দায়িত্ব নেন ডেভ হোয়াটমোর।
১৪ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে