স্পোর্টস ডেস্ক : সৌরভ গাঙ্গুলীর বিরুদ্ধে হঠাৎই স্বার্থের সংঘাতের অভিযোগ। ভারতীয় ক্রিকেট বোর্ডের নিযুক্ত ওমবাডসম্যান এপি শাহের নিকট জনৈক নীরজ গুন্ডের লিখিত অভিযোগ, সৌরভ আইপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য। অন্যদিকে আইএসএলে অ্যাটলেটিকো দে কলকাতার অন্যতম মালিক।
এঅ্যাটলেটিকোর মালিকানায় রয়েছে আরও একটি সংস্থা, যারা আবার আইপিএলে পুনের দলের মালিকও। যা সৌরভের স্বার্থের সংঘাতের সামিল। চিঠি পাওয়ার পর বিষয়টি বিসিসিআই সভাপতি শশাঙ্ক মনোহরের নজরে আনেন এপি শাহ। ভারতীয় বোর্ড সভপতিকে জানান, আগামি ২৭শে জানুয়ারির মধ্যে বিষয়টি নিয়ে জবাব দিতে হবে। সৌরভ জানিয়েছেন, ২৭ তারিখের মধ্যেই তিনি উত্তর দিয়ে দেবেন।
১৫ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি