শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০১৬, ০৯:০২:৫২

টাইগারদের বিশ্বকাপের ট্রফি নিয়ে কি লিখল ভারতীয় মিডিয়া?

টাইগারদের বিশ্বকাপের ট্রফি নিয়ে কি লিখল ভারতীয় মিডিয়া?

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের মাটিতে বিশ্বকাপের ট্রফি! ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। শিরোপার দিকে দৃষ্টি মাশরাফিরদের।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের অবস্থান যাইহোক না কেন টুর্ণামেন্ট সেরা হওয়ার জন্যই মাঠে নামছে টাইগাররা। টাইগারদের স্বপ্নের ট্রফি নিয়ে ছোট একটি প্রতিবেদন প্রকাশ করে ভারতের প্রভাবশালী মিডিয়া আনন্দবাজার।

এই প্রতিবেদনটি নিতে তুলে ধরা হলো-টি২০ বিশ্বকাপ ট্রফি পৌঁছল বাংলাদেশে। কিন্তু স্পর্শ করার উপায় নেই। চোখে দেখেই স্বাদ মেটাতে হবে। ৮ মার্চ থেকে ভারতে শুরু হতে চলেছে টি২০ বিশ্বকাপ।

ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে রাখা হয়েছে এই ট্রফি। এই ট্রফি দেখতে সারাদিনই মানুষে আনাগোনা ছিল। আগে থেকে জানানোই হয়নি এই ট্রফি আসছে দেশে। কিন্তু খবর প্রচার হতেই ট্রফি ঘিরে উৎসবের পরিবেশ। নিরাপত্তার মধ্যেই ট্রফির পাশে দাড়িয়ে চলছে সেলফি তোলা।

টি২০ বিশ্বকাপে দেশ যে ভাল ফল করবে সে ব্যাপারে আশাবাদী সমর্থকরা। মজা করে অনেকেই বলছেন ট্রফিটা এখানেই থাক শেষ পর্যন্ত তো বাংলাদেশেই যাবে।
১৫ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে