স্পোর্টস ডেস্ক : মূহুতেই মাঠে নেমে পড়বে বাংলাদেশ ও জিম্বাবুয়ের একাদশ। বিশ্বকাপকে সামনে রেখে এই লড়াইয়ে বড় জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে।
এখন পর্যন্ত বিশ্বকাপের মত কোনো আসরে জয় পায়নি বাংলাদেশ। আসন্ন বিশ্বকাপ নিয়ে স্বপ্নের কোনো শেষ নেই। এমন আবহে টি-টোয়েন্টি লড়াইয়ে জিম্বাবুয়েকে প্রতিপক্ষ হিসাবে পেয়েছে বাংলাদেশ।
মাঠে নামার আগে জিম্বাবুয়ের অধিনায়ক যা বলেছেন তা অবশ্যই মাথার রাখার মত বিষয় মাশরাফিদের। জিম্বাবুয়ের অধিনায়ক এলটন চিগাম্বুরা বলেছেন, বাংলাদেশকে নিয়ে আমরা পরীক্ষা-নিরীক্ষা করেছি।
বাংলাদেশকে নিয়ে আমাদের বিশেষ প্লান রয়েছে। এই প্লান নিয়েই মাঠে নামব আমরা। জিম্বাবুয়ের সাহসী অধিনায়ক এলটন চিগাম্বুরা বলেন, আমাদের দলে বেশ কয়েকজন ভালো ব্যাটসম্যান রয়েছেন যারা যে কোনো সময় ম্যাচের মোড় গুড়িয়ে দিতে পারে।
চিগাম্বুরা মাশরাফিদের কঠোর হুমকি দিয়ে আরো বলেন, সম্প্রতি তারা আফগানদের কাছে হেরেছে ঠিকই কিন্তু বাংলাদেশের বিপক্ষে ঘুড়ে দাঁড়াতে চায় তারা।
প্রসঙ্গত, আজ (শুক্রবার) বিকাল ৩টার দিকে কঠিন লড়াইয়ে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে মাঠে নামছে দুই দল।
১৫ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর