শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০১৬, ১১:১৩:৫১

বিশ্বকাপের আগে টাইগারদের অবিশ্বাস্য দাপট

বিশ্বকাপের আগে টাইগারদের অবিশ্বাস্য দাপট

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে মাঠে নামার আগে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ সফরে আসে। বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের অবিশ্বাস্য দাপট। প্রথম ম্যাচে শাওনের দুর্দান্ত বোলিংয়ে বাঘ বাহিনীর সামনে নিমিষেই উড়ে যায় ছোট গেইলরা।

দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। সিরিজ নিশ্চিত হয়েছে বাংলাদেশের। শাওন ও রানার বোলিং তোপে দাঁড়াতেই পারেনি ওয়েস্ট ইন্ডিজ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের অবিশ্বাস্য দাপটে মুগ্ধ ক্রিকেট বিশ্ব। শক্তি প্রদর্শনীতে ভালোই জবাব দিচ্ছে বাংলাদেশ। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে এক ম্যাচ হাতে রেখেই প্রত্যাশার বাইরে গিয়ে জয় পেয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার বাংলাদেশ টিম ৫০ ওভারে ২৯৯ রান করে। ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য ছিল ৩০০ রানের। কিন্তু প্রথম ওয়ানডের মত দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ হয় ওয়েস্ট ইন্ডিজ।

ব্যাটিংয়ে দৈন্যদশা তাদের। মাত্র ১২৮ রানেই গুটিয়ে যায় ক্যারিবীয়ানরা। শাওন ও রানা ৩টি করে উইকেট শিকার করেন। সাইফ ২টি, সরকার ও আরিফ একটি করে উইকেট পান এ দিন।

বাংলাদেশের পক্ষে ব্যাট হাতে সেঞ্চুরি করেন পিনাক ঘোষ। ক্যারিবীয়দের পক্ষে যোশেফ দুটি উইকেট পান। আর ব্যাট হাতে সর্বোচ্চ ২৫ রান করেন কেমো পল।

টানা দুই ম্যাচে বিশাল জয় তুলে নিয়ে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে বড় জয় পেয়েছে বাংলাদেশ।
১৫ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে