স্পোর্টস ডেস্ক : ব্যাট হাতে জ্বলে ওঠেছেন ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা মুখ রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার জ্বলে উঠেছে রোহিত শর্মার ব্যাট। রোহিতের ধুন্ধুমার ব্যাটিংয়ে কাঁপছে ব্রিসবেন।
দুই দেশের প্রথম ওয়ানডে ম্যাচে ভারত বড় সগ্রহ করেও জিততে পারেনি। দ্বিতীয় ওয়ানডেতেও শুরুতে ব্যাটিং নেয় ভারত। ব্যাট হাতে নেমেই অস্ট্রেলিয়ার ব্রিসবেনে শুরু হয় ভারতীয় ব্যাটসম্যানের তাণ্ডব।
এর আগে পার্থে ১৭১ রানে অপরাজিত থাকা রোহিত শর্মা জ্বলে ওঠেন শুক্রবার। দলকে বিশাল সংগ্রহ এনে দেয়ার কাজটা এরই মধ্যে করেছেন রোহিত।
মাত্র ২ টি উইকেট হারিয়ে ৩৩ ওভারে ১৮৯ রান করেছে ভারত। সর্বশেষ খবরে ৯৬ রানে অপরাজিত থেকে রাহানেকে নিয়ে ব্যাট করছেন তিনি। ৫০ ওভার খেলা শেষে ভারতের রান যে পাহাড়ে গিয়ে ঠেকবে সে আভাস পাওয়া যাচ্ছে।
তবে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা পারেন যে কোনো সমীকরণ ভাঙতে। এ কারণে আগের ম্যাচ নিয়ে মন খারাপ করেন রোহিত। রোহিত সবার চেয়ে ভালো খেলার পরেও নিজে কোনো কীর্তি নেননি।
তিনি বলেছিলেন, দল হারলে ব্যক্তিগত ফর্মের কোনো মূল্য নেই। দ্বিতীয় ওয়ানেডতেও এই ভাগ্য ভারতের সঙ্গী কিনা কে জানে এটি?
১৫ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর