স্পোর্টস ডেস্ক : গত বছর বিয়ে সারেন রোহিত শর্মা। কাকতালীয়ভাবে বিয়ের পর পাল্টে যেতে থাকে রোহিত শর্মার জীবনের চাকা। ক্রিকেটে জীবনের সেরা ফর্মে রয়েছেন তিনি।
দেশের হয়ে অন্য কোনো ব্যাটসম্যান যেটা করতে পারেননি সেটা করে ইতিহাস সৃষ্টি করেছেন রোহিত শর্মা। পার্থেই সেই রেকর্ড গড়েন ভারতের ওপেনার ব্যাটসম্যান রোহিত শর্মা।
পার্থের পর ব্রিসবেনে গড়েন আরেক কাব্য। ক্রিকেট বিশ্বে নতুন এক কাব্য যোগ করলেন রোহিত শর্মা। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে অসি বোলারদের হতাশ করে সেঞ্চুরি তুলে নেন রোহিত।
প্রথম ২০টি ম্যাচ খেলে এক হাজার রান করার রেকর্ড ছিল কেবল শচীন টেন্ডুলকার ও ব্রায়েন লারার। এবার এই রেকর্ড করলেন রোহিত শর্মা। তিনি এদিন ৯১ রানের সময় কীর্তিটি গড়েন।
পরে মাইলফলক থেকে তিনি হাঁটেন অনেক দূরে। সর্বশেষ রিপোর্টে রোহিত ১২৪ রান নিয়ে ব্যাট করছেন। ভারত যাচ্ছে রানের পাহাড়ে।
১৫ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর