শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০১৬, ০১:১৬:৩৩

এবার দেশের জার্সিতে ট্রপি চান মেসি

এবার দেশের জার্সিতে ট্রপি চান মেসি

স্পোর্টস ডেস্ক : একটি সফল বছর পার করেছে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। যার ফল স্বরুপ পঞ্চমবারের মত ফিফা বর্ষসেরা পুরস্কার গেল তার ঝুলিতে। আর এসবই ক্লাব বার্সার হয়ে ম্যাজিকের কারণেই। তাই দেশের হয়ে কোন সম্মান বয়ে না আনার কষ্ট রীতিমত কুড়ে কুড়ে খায় মেসিকে।

এবার সেই আক্ষেপটা ঘোচাতে চান মেসি। সে কথাগুলোই তিনি বললেন ফিফা ডটকমের সঙ্গে একান্ত এক সাক্ষাৎকারে। এমটিনিউজের পাঠকদের সেটাই তুলে ধরা হলো-

প্রশ্ন: ব্যালন ডি’অরের মঞ্চে আপনাকে খুব আবেগপ্রবণ লাগছিল। এবার এই ট্রফিটা পাওয়ার বিশেষত্বটা কী?

মেসি: আমি সত্যিই খুব খুশি। কারণ কোনোদিন ভাবিনি যে এই পুরস্কারটা আমি পাঁচবার পাব। সেই ২০০৯ থেকে আজ পর্যন্ত অনেক পরিবর্তনের মধ্যে দিয়ে হেঁটেছি। যা আমার ফুটবল এবং ব্যক্তিগত জীবনকে পরিণত করেছে। শিখিয়েছেও অনেক কিছু। বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা আমাকে বার্সেলোনা ও আর্জেন্টিনার জার্সি গায়ে নিয়মিত ফলো করেন, তাদের সঙ্গে এই ট্রফি পাওয়ার আনন্দটা ভাগ করে নিতে চাই। কারণ এই সাফল্যের পেছনে তাদেরও অনেক অবদান রয়েছে।

 

প্রশ্ন: একবছর আগেও শোনা যেত বার্সেলোনায় আপনি সুখী নন। কেউ কেউ বলতেন আপনি ইংল্যান্ডে চলে যাবেন। কীভাবে পরিস্থিতিটা এত দ্রুত বদলে গেল?

মেসি: এটাই তো ফুটবল। আর ফুটবলে যা খুশি তা-ই হতে পারে। তাও আবার এক বছরেরও কম সময়ে। আমি সব সময়েই সুখী ছিলাম। একই সঙ্গে শান্তও। এভাবেই এগিয়ে দেখলাম গত বছরটা খুব খুব ভালো গেল।

প্রশ্ন: কখন বুঝলেন পরিস্থিতিটা বদলাচ্ছে?

মেসি: শুরুটা একটু কঠিন ছিল; কিন্তু যখন দেখলাম যে কোচ যা চাইছেন তা করতে পারছি তখন থেকেই পারফরম্যান্সটা উন্নত থেকে উন্নততর হতে শুরু করলো।

প্রশ্ন: বার্সার এবারের সাফল্যের একটা বড় ব্যাপার হলো মেসি, নেইমার আর সুয়ারেজের জুটি। দেশের হয়ে একে অপরের প্রতিপক্ষ আপনারা। ক্লাবে কীভাবে তিনজন এত ভালোভাবে মিশে গেলেন?

মেসি: মাঠে এবং মাঠের বাইরে আমরা তিনজনেই টিমের ভালো ছাড়া আর কিছুই বুঝি না। এটাই আমাদের একমাত্র কেমিস্ট্রি।

প্রশ্ন: নেইমার আপনাকে তার আদর্শ মানে। এটা শুনলে কেমন লাগে?

মেসি: (হেসে) নেইমার বার্সায় আসার পর থেকেই আমার সম্পর্কে ভালো ভালো সব কথা বলে। একজন বন্ধু এবং সতীর্থের কাছ থেকে এ রকম ভালো কথা শুনতে আমারও বেশ ভালো লাগে।

প্রশ্ন: আর সুয়ারেজ? যাদের সঙ্গে খেলেছেন তাদের পাশে তাকে কোথায় রাখবেন?

মেসি: পার্থক্য করা খুব কঠিন। অনেকেই রয়েছেন। একটা কথাই বলবো, পুরোদস্তুর ফরোয়ার্ড বলতে যা বোঝায় সে ঠিক তা-ই। আমাদের দলে ওর অবদান অনেক। ওর পাশে খেলাটাই একটা আনন্দদায়ক মুহূর্ত। আমার সঙ্গে সুয়ারেজের সম্পর্কটাও মাঠে ও মাঠের বাইরে বেশ ভালো।

 

প্রশ্ন: এ বছর কোপা আমেরিকা রয়েছে। এবার কি আর্জেন্টিনার ট্রফি খরা কাটবে?

মেসি: হোপ সো! এ পর্যন্ত বেশ কিছু টুর্নামেন্টের ফাইনাল খেলেছি আর্জেন্টিনার হয়ে; কিন্তু ট্রফি আসেনি। আমি নিশ্চিত, এক দিন এই আক্ষেপটাও দূর হয়ে যাবে।

১৫ জানুয়ারি.২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে