শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০১৬, ০১:৩৮:২৪

সমর্থক-গণমাধ্যমের কারণেই ক্রিকেটে বাংলাদেশের সাফল্য

সমর্থক-গণমাধ্যমের কারণেই ক্রিকেটে বাংলাদেশের সাফল্য

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ক্রিকেটের সম্প্রতি সাফল্য নিয়ে গবেষণা করতে ঢাকায় অবস্থান করছেন  আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থার (আইসিসি) গবেষক শিলা নিউগেন। তার গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে বড় ভূমিকা রেখেছে সমর্থক ও গণমাধ্যম।

বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে যাদের অবদান অপরিসীম, তাদের মধ্যে অন্যতম দেশের ক্রিকেটপ্রেমীরা। তিনদিনের সফরে যা খুঁজে বের করছেন অস্ট্রেলিয়ার ডেকেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিলা নিউগেন।

বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদ ঘুরে ক্রিকেট সমর্থক গোষ্ঠী বিসিএসএ`র সভাপতি জুনায়েদ পাইকারের সাথে বৈঠক করেন তিনি।

 

তিনি বলেন, `ক্রিকেটকে নিয়ে এখানকার সমর্থকদের আগ্রহ দেখে আমি অভিভূত। এছাড়া গণমাধ্যমেরও একটি ভূমিকা রয়েছে দেশিয় ক্রিকেটকে এগিয়ে নিতে। তবে এই সাফল্যকে ধরে রাখতে হলে বাংলাদেশকে নেপথ্যের বিষয়গুলো আরও চর্চা করতে হবে।`

প্রসঙ্গত, বাংলাদেশসহ ৭টি দেশ নিয়ে ক্রিকেটের উন্নয়নে গবেষণা চালাচ্ছে আইসিসি। অস্ট্রেলিয়ায় ফিরে বাংলাদেশের ক্রিকেট নিয়ে সংগ্রহ করা উপাত্তগুলো নিয়ে আইসিসির কাছে রিপোর্ট করবেন নিউগেন।

১৫ জানুয়ারি.২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে