স্পোর্টস ডেস্ক : জাতীয় লিগে চলছে সাউথ জোন ও নর্থজোনের লড়াই। বাঁচা-মরার লড়াই। সাউথ জোনের সামনে বড় কোনো লক্ষ্যও কিন্তু নয়। স্বাভাবিক ভাবে উইকেটে টিকে থাকতে পারলেই জয় আসবে দলে।
পরীক্ষিত ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস ম্যাচ জয়ের জন্য অগ্নিপরীক্ষায় পরেছেন। দেশের মারকুটে ব্যাটসম্যান শাহরিয়ার নাফিজ এখন যোগ্য সঙ্গীই খুঁজছেন।
যখন দলের জয়ের জন্য দরকার ১২৭ রান। তখন ওপেনিংয়ে নেমে নাফিস অপরাজিত ৪৮ রানে। সাউথ জোনের আউট হওয়া সর্বশেষ ৪ ব্যাটসম্যান মিলে করেছেন ১১ রান।
এই অবস্থা চলতে থাকলে জয়ের আভাস পাওয়ার পরেও হেরে যেতে হবে সাউথ জোনকে। জয়ের স্বাদ পাবে নর্থ জোন। এখন সোহাগ গাজীকে নিয়ে শেষ চেষ্টা করছেন নাফিস।
১৫ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর