শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০১৬, ০২:০৯:২৭

শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের ব্যাট-বলের যুদ্ধ

শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের ব্যাট-বলের যুদ্ধ

স্পোর্টস ডেস্ক: খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শুক্রবার বিকেল ৩টায় ব্যাট-বলের যুদ্ধে নামবে সফরকারী জিম্বাবুয়ে ও বাংলাদেশ ক্রিকেট দল। খেলাটি সরাসরি সম্প্রচার করবে দেশীয় প্রাইভেট টিভি চ্যানেল জিটিভি।

জানা যায়, চার ম্যাচ টি২০ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ দলের অধিনায়কত্বের ভার থাকবে মাশরাফি বিন মর্তুজার হাতে এবং জিম্বাবুয়ে দলের নেতৃত্বে থাকবে এলটন জিগুম্বুরা।

জানা গেছে আজকের ম্যাচটিতে টাইগার দলে অভিষেক হতে পারে নুরুল হাসান সোহানের। সোহান উইকেটের পেছনে যেমন দক্ষ ঠিক ব্যাট হাতেও।

উদীয়মান এই উইকেট রক্ষক ব্যাটসম্যান যদি উইকেটের পেছনে দাঁড়ান তাহলে স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে ৪ নম্বরে নামবেন মুশফিক।

এছাড়া অধিনায়ক মাশরাফি ও মুস্তাফিজের সঙ্গে কে বোলিং করবেন সেটা এখন দেখার বিষয়। তবে ধারণায় উর্দ্ধে বিপিএল মাতানো আবু হায়দার রনির আজ অভিষেক হতে যাচ্ছে।

১৫ জানুয়ারি.২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে