স্পোর্টস ডেস্ক: ক্রিকেট নয়, গুগলের ভিডিও শেয়ার ভিত্তিক ওয়েবসাইট ইউটিউবে চ্যানেল খুলে এবার আলোচনায় এলেন জাতীয় দলের ব্যাটসম্যান এনামুল হক বিজয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ফ্যান পেজে দেয়া স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
ফেসবুকে দেয়া পোস্টে বিজয় লিখেন, 'এটা আমার ইউটিউবে নতুন চ্যানেল। আশা করি সবাই পাশেই থাকবেন। এবং সবাই ভিডিও গুলো দেখবেন।'
বৃহস্পতিবার বিজয়ের চ্যানেলটি চালু হয়। শুক্রবার সকাল পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ৬০ জন। আর এটিতে ভিজিট করেছেন ৩৫৬ জন।
চ্যানেল খোলার পর ভিডিও বার্তায় এনামুল ভক্তদের উদ্দেশে বলেন, ‘হ্যালো ভিউয়ারস। কেমন আছেন আপনারা?’
‘আমি মো. এনামুল হক বিজয়। আজ থেকে আমার অফিশিয়াল ইউটিউব চ্যানেল ওপেন করলাম। আশা করি, আপনারা দেখবেন এবং আমার ক্রিকেটের যত ভিডিও আছে... ইনশাআল্লাহ নেক্সট টাইম থেকে এখানেই পাবেন।'
বিজয় আরো বলেন, ‘বাংলাদেশ টিমের জন্য আপনারা যেমন দোয়া করছেন, ভবিষ্যতেও করতে থাকুন, যেন বাংলাদেশ টিম আরো ভালো খেলতে থাকে। আমার জন্য অবশ্যই দোয়া করবেন এবং ভালো থাকবেন।’
১৫ জানুয়ারি.২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর