শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০১৬, ০২:৪৫:৫৩

ক্রিকেটের জন্য পড়াশুনা ছেড়েছিলেন ওয়াসিম

ক্রিকেটের জন্য পড়াশুনা ছেড়েছিলেন ওয়াসিম

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেট দলে নতুন সম্ভবনাময় মুখ ইমাদ ওয়াসিম। অল্প সময়ের ব্যবধানে বেশ কয়েকটি ম্যাচে সেরা পারফরম্যান্সের সুবাধে সাবেকদের নজরে এসেছেন তিনি। অভিষেকের পর থেকে নিজের সেরাটা দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইমাদ। সফলও হয়েছেন বটে।  ২৭ বছর বয়সী এই ক্রিকেটার ২০০৬ সাল থেকেই ক্রিকেটের সাথে আটকে রেখেছেন নিজেকে।

পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে দ্য ন্যাশনাল দৈনিকে দেয়া এক সাক্ষাৎকারে উঠে আসে তার অপ্রকাশিত কিছু তথ্য।  ইমাদ একটি হাসপাতালে মেডিসিনের উপরে পড়াশুনা করতেন। কিন্তু পড়ার চাপে তিনি তা ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, ‘সে সময় আমি ভাবলাম আমি খেলার সুযোগটা নিতে পারবো না। কিন্তু আমার মন বলছিলো আমি পারবোই।’

এছাড়া তিনি বলেন, ‘মেডিসিনেরও ওপর দক্ষতা থাকা সত্ত্বেও ক্রিকেটের জন্য আমাকে তা ছাড়তে হয়েছে। ক্রিকেটে সফল হতে হলে এখানে ১০০ ভাগ দিতে হবে, তাই আমি পড়াশুনার থেকে ক্রিকেটকেই উপরে রেখেছি।’

১৫ জানুয়ারি.২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে