স্পোর্টস ডেস্ক: শুক্রবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে চার ম্যাচ টি২০ সিরিজের প্রথম ম্যাচে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ।
প্রথম ম্যাচে টসে হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ।
সিরিজটিরপ্রথম ম্যাচেই সেঞ্চুরি হবার আশা করছেন বাংলাদেশ দলের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল।
শুক্রবার ম্যাচ শুরুর পূর্বে ইএসপিএন ক্রিকইনফোকে তামিম বলেন, ‘বাংলাদেশ ও জিম্বাবুয়ে, দুইটি দলই টি-টয়েন্টিতে খুব একটা অভিজ্ঞ নয়। আশা করি আজ একটা সেঞ্চুরি দেখা যাবে।’
আর সেই সেঞ্চুরিটা যদি তামিম নিজেই করে ফেলেন, তবে বছরের শুরুটা যে জয় দিয়েই হবে বাংলাদেশের সে আশাবাদ করাই যায়!