স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। সামনে একাধিক লড়াই। এসব লড়াই নিয়ে অনেকদিন পর সিংহের মত হুঙ্কার দিলেন সাকিব আল হাসান।
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজকেই আমলে নিচ্ছেন না সাকিব আল হাসান। বাংলাদেশের সামনে রয়েছে গুরুত্বপূর্ণ টুর্ণামেন্ট। সবদিকেই দৃষ্টি সাকিবের।
সিংহের মত হুংঙ্কার নিয়ে সাকিব আল হাসান ভক্তদের উদ্দেশ্যে বার্তা দিলেন। সেখানে লিখলেন, টাইগাররা আগামীকাল (শুক্রবার) জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে বছরের প্রথম ৪ ম্যাচের টি২০ সিরিজে এবং দৃঢ়প্রতিজ্ঞ জয়ের ধারা ২০১৬তেও বজায় রাখবার জন্যে!
ভক্তদের চাঙ্গা রাখতেই সাকিবের হুঙ্কার! জিম্বাবুয়েকে কঠিন প্রতিপক্ষ মানছেন সাকিব। তবে তিনি মোটেই ছাড় দিতে নারাজ জিম্বাবুয়েকে। অন্যান্য আসরেও দেশের ক্রিকেটের সাফল্যর নিজের সেরাটা দেয়ার একান্ত ইচ্ছা সাকিব আল হাসানের।
১৫ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর