শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০১৬, ০৩:১৩:৫৪

অভিষেক হলো শুভাগত-সোহানের

 অভিষেক হলো শুভাগত-সোহানের

স্পোর্টস ডেস্ক: খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে চার ম্যাচ টি২০ সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট টিম।

শুক্রবার বিকেল ৩টায় শুরু হয়েছে ম্যাচটি।

খেলাটি সরাসরি সম্প্রচার করবে দেশীয় প্রাইভেট টিভি চ্যানেল জিটিভি।

সফরকারীদের বিপক্ষের প্রথম ম্যাচেই অভিষেক হলো খুলনার ছেলে নুরুল হাসান সোহানের। ২২ বছর বয়সী এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান প্রথমবার জাতীয় দলে ডাক পেয়ে প্রথম ম্যাচেই ‍অভিষিক্ত হলেন।

এছাড়া টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে শুভাগত হোম চৌধুরীর। জাতীয় দলের হয়ে ৭টি টেস্ট ও ৪টি ওয়ানডে খেলে ফেললেও আজই টি-টোয়েন্টি অভিষেক হলো তার।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে একাদশের বাইরে রয়েছেন  ইমরুল কায়েস, আরাফাত সানি ও আবু হায়দার রনি।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নুরুল হাসান, সাব্বির রহমান, মাহমুদুউল্লাহ রিয়াদ,  শুভাগত হোম, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন।

জিম্বাবুয়ে দল: চামু চিভাবা, এলটন চিগুম্বুরা, চিসোরো, গ্রায়েম ক্রেমার, লুক জঙ্গো, মাদজিভা, হ্যামিল্টন মাসাকাদজা, ওয়েলিংটন মাসাকাদজা, পিটার মুর, মুতুমবামি, মুজারাবানি, ভুসি সিবান্দা, সিকান্দার রাজা, ব্রায়ান ভিতোরি, ম্যালকম ওয়ালার, শেন উইলিয়ামস।

১৫ জানুয়ারি.২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে