স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ খেলার জন্য উড়ে যায় পাকিস্তান। ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই আফ্রিদির ক্রিকেট ম্যাজিক দেখার সুযোগ পেল বিশ্ব।
কঠিন ম্যাচে বড় জয় পেয়েছে আনপ্রেডেকটিবল পাকিস্তান। শুরুতে ব্যাট হাতে জ্বলে ওঠেন মোহাম্মদ হাফিজ। পাকিস্তানের বড় সংগ্রহে মূল ভূমিকা হাফিজের।
হাফিজের ৬১ রানের কল্যাণে ১৭১ রান করে পাকিস্তান। ভয়ংঙ্কর শুরুর পর ১৫৫ রানে শেষ হয় নিউজিল্যান্ডের সব চেষ্টা। এই ম্যাচে আসল ম্যাজিক ছিল আফ্রিদির।
ব্যাট হাতে ৮ বলে করেন ২৩ রান। ব্যবধানটা মূলত গড়েন তিনি। অন্যদিকে বল হাতেও ছিল আফ্রিদির সাফল্য। চার ওভারে দুটি উইকেট শিকার করেন আফ্রিদি।
বোলিংয়ে আফ্রিদিকে বড় সহায়তা করেন ওয়াহাব রিয়াজ। তিনি ৩টি উইকেট শিকার করেন। নিউজিল্যান্ডের অলআউট হওয়ার ম্যাচে ওমরগুল ২টি, ইমাদ ১টি ও আমির ১টি উইকেট শিকার করেন।
আফ্রিদির চিত্তাকর্ষক ম্যাজিকে ১৬ রানে জয় পায় পাকিস্তান। আর এই জয়ের মাধ্যমে পাকিস্তান ৩-১ ব্যবধানে এগিয়ে গেল।
১৫ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর