স্পোর্টস ডেস্ক: চার ম্যাচ টি২০ সিরিজের প্রথম ব্যাটিংয়ে নেমে বেশ ধীরে সুস্থে ব্যাট করতে দেখা যায সফরকারী জিম্বাবুয়ে ক্রিকেট টিমকে।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শুক্রবার বিকেল ৩টায় শুরু হয়েছে ম্যাচটি।
জিম্বাবুয়ের হয়ে ওপেনিংয়ে নামেন ভুসি সিবান্দা ও হ্যামিলটন মাসাকাদজা। দু’জনের দায়িত্বশীল ব্যাটিংয়ে দলীয় শতক তুলে নেয় জিম্বাবুয়ে একাদশ। কিন্তু শেষ পর্যন্ত অলরাউন্ডার সাকিবের বলে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ ধরা পড়ে সাজ ঘরে ফেরেন ভুসি সিবান্দা। মাঠ ছাড়ার আগে তার নামের পাশে যোগ হয় ৪৬ রান।
বর্তমানে মাঠে রয়েছেন হ্যামিলটন মাসাকাদজা ও ওয়ালার।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ১৩.১ ওভারে ১১২ রান।
সিবান্দা ব্যর্থ হলেও মাসাকাদজা তার ব্যক্তিগত অর্ধশতক তুলতে ভুল করেননি।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নুরুল হাসান, সাব্বির রহমান, মাহমুদুউল্লাহ রিয়াদ, শুভাগত হোম, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন।
জিম্বাবুয়ে দল: চামু চিভাবা, এলটন চিগুম্বুরা, চিসোরো, গ্রায়েম ক্রেমার, লুক জঙ্গো, মাদজিভা, হ্যামিল্টন মাসাকাদজা, ওয়েলিংটন মাসাকাদজা, পিটার মুর, মুতুমবামি, মুজারাবানি, ভুসি সিবান্দা, সিকান্দার রাজা, ব্রায়ান ভিতোরি, ম্যালকম ওয়ালার, শেন উইলিয়ামস।
১৫ জানুয়ারি.২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর