স্পোর্টস ডেস্ক : মোহাম্মদ আমির দলে ফিরেছেন। আমিরের দলে ফেরায় যেন সোনায়-সোহাগা হল পাকিস্তানের জন্য। দীর্ঘ ৫ বছর মাঠের বাইরে ছিলেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির।
শুক্রবার আমিরের দ্বিতীয়বার অভিষেকের দিন। আমিরের দিকে দৃষ্টি ছিল ক্রিকেট বিশ্বের। দীর্ঘদিন পর ক্রিকেটে ফিরে ভক্তদের দৃষ্টিনন্দিত ক্রিকেট উপহার দিয়েছেন আমির।
শুধু ক্রিকেটই নয় ভক্তদের মুগ্ধ করার মত বোলিং উপহার দিয়ে ফের ক্রিকেটকে স্বাগত জানান তিনি। প্রথম দুই ওভারে আমির ১০ রান দেন। আফ্রিদির সিদ্ধান্তে শেষের দিকে দুই ওভার বল করেন আমির।
পরের দুই ওভারে ২১ রান দেন আমির। ৪ ওভারে মোট ৩১ রান দিয়ে ১টি উইকেট শিকার করেন তিনি। আমিরের দলে ফেরার দিনে ম্যাজিক ছিল আফ্রিদির। আফ্রিদি ম্যাজিকেই বড় জয় পায় পাকিস্তান।
১৫ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর