স্পোর্টস ডেস্ক : প্রথম ওয়ানডেতে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ ও জিম্বাবুয়ে। টসে হেরে যায় বাংলাদেশ। ব্যাটিং নেয় জিম্বাবুয়ের।
স্বরণকালের সবচেয়ে বড় তাণ্ডব দেখায় জিম্বাবুয়ে। জিম্বাবুয়ে বাংলাদেশের বিপক্ষে এমন ক্রিকেট খেলে মুগ্ধ করবেন বলে ধারনা করাই যায়নি। বাংলাদেশের যে কোনো বোলারকে হতাশ করেন জিম্বাবুয়ের দুই ওপেনার।
এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের বড় পার্টনারশিপ ছিল ৭৪ রানের। সেটিতে ছাড়িয়ে গেছে জিম্বাবুয়ে। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ওপেনিং জুটিতে জিম্বাবুয়ে ১০১ রানের পার্টনারশিপ রেকর্ড করেন।
জিম্বাবুয়ের টি-টোয়েন্টি ইতিহাসে এই পার্টনারশিপ দ্বিতীয় সর্বোচ্চ। মাত্র এগার ওভারে ওই রান করেন সিবান্দা ও মাসাকাৎজা। বাংলাদেশের বিপক্ষে ৪টি টি-টোয়েন্টি খেলবে জিম্বাবুয়ে।
প্রথম ম্যাচের ফলাফল আসেনি এখনো। তবে নিজেদের প্রথম ইনিংসে জিম্বাবুয়ে যে দাপট দেখিয়েছে সেটা বাংলাদেশের জন্য ভয়ংঙ্কর।
১৫ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর