শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০১৬, ০৪:৫৯:৪৭

বছরের প্রথম ম্যাচে উইকেট পেলেন মুস্তাফিজ

বছরের প্রথম ম্যাচে উইকেট পেলেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক : চার ম্যাচ টি২০ সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের বিপক্ষে ১৬৩ রানের স্কোর দাঁড় করায় সফরকারী জিম্বাবুয়ে।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শুক্রবার বিকেল ৩টায় শুরু হয় ম্যাচটি।

টাইগারদের সামনে বিশাল রানের পাহাড় হলেও বছরে প্রথম ম্যাচটা স্মরণীয় করে রাখতে ভুলেননি সাতক্ষীরার বিস্ময়কর বালক মুস্তাফিজুর রহমান।

ম্যাচটিতে চার ওভার বল করে ১৮ রান দিয়ে ২ উইকেট তুলে নেন তিনি। অবশ্যই তার উইকেট শিকারের সংখ্যাটা ৩ হতো। যদি না হ্যামিলটন মাসাকাদজার সহজ ক্যাচটি সাকিব মিস না করতেন।

মুস্তাফিজ ছাড়াও পেসার আল আমিন হোসেন ২টি ও সাকিব আল হাসান একটি উইকেট তুলে নেন।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নুরুল হাসান, সাব্বির রহমান, মাহমুদুউল্লাহ রিয়াদ,  শুভাগত হোম, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন।

জিম্বাবুয়ে দল: চামু চিভাবা, এলটন চিগুম্বুরা, চিসোরো, গ্রায়েম ক্রেমার, লুক জঙ্গো, মাদজিভা, হ্যামিল্টন মাসাকাদজা, ওয়েলিংটন মাসাকাদজা, পিটার মুর, মুতুমবামি, মুজারাবানি, ভুসি সিবান্দা, সিকান্দার রাজা, ব্রায়ান ভিতোরি, ম্যালকম ওয়ালার, শেন উইলিয়ামস।

১৫ জানুয়ারি.২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে