শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০১৬, ০৫:০৬:৪৮

মাশরাফিদের জয়ের স্বাক্ষী হতে খুলনাবাসীর রোমাঞ্চ

মাশরাফিদের জয়ের স্বাক্ষী হতে খুলনাবাসীর রোমাঞ্চ

স্পোর্টস ডেস্ক: বছরের প্রথম আন্তর্জাতিক ম্যাচের জয়ের স্বাক্ষী হতে খুলনাবাসীর রোমাঞ্চের শেষ নেই। আর তাই সোনার হরিণ টিকেট কিনে তারপরও স্টেঢিয়ামে কমতি নেই ক্রিকেট প্রেমিদের। প্রত্যাশ্যা তাদের,নতুন বছরটা টিম বাংলাদেশ শুর“ করবে অসাধারণ জয় দিয়ে।

শুক্রবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে চার ম্যাচ টি২০ সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ১৬৪ রানের বিশাল টার্গেট দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট টিম। মাশরাফি বাহিনী ফিল্ডিংয়ে গিয়ে প্রথম দিকে অনেকটাই বিপর্যায়ে পড়ে যায়। এরপর দলের সেরা বোলার সাকিব আল আমিন এবং মুস্তাফিজের বিপদ এড়ায় টাইগাররা।

৯ বছর আগে এই খুলনাতেই নিজেদের প্রথম টি টোয়েন্টি খেলেছিলো বাংলাদেশ। সেবারও প্রতিপোক্ষ ছিলো জিম্বাবুয়ে, এরপর খুলনায় আন্তর্জাতিক ক্রিকেট আসর বসলেও, দেখা মেলেনি টি-টোয়েন্টির।

সে আক্ষেপ ঘুচাতে জিম্বাবুয়ের সিরিজ দিয়ে এশিয়া কাপের ও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস সঞ্চয়ের মিশন টিম বাংলাদেশের। কিন্তু বছরের প্রথম ম্যাচে ফিল্ডিংয়ে গিয়ে টাইগার দল ব্যর্থতার দেখে অনেকটাই হতাশ টাইগার ভক্তরা। তারপরও বলা যাচ্ছে না বাংলাদেশ টিম ব্যাটিং না করার পর্যন্ত। নতুন বছরের জয় কারা কুড়িয়ে নিতে পারে।

এদিন স্টেডিয়ামে খেলা দেখতে আসার মো. হাফিজ (২৫) নামের এক ক্রিকেটভক্ত জানিয়েছেন, আমাদের প্রত্যাশা এই ম্যাচ দিয়ে বছরের প্রথম ম্যাচ জয়ের স্বাক্ষী হবে। তাছাড়াও কামরুল হাসান (২৭) নামের আরেক ব্যক্তি জানিয়েছেন, বাংলাদেশ ফিল্ডিংয়ে যতই ব্যর্থতার পরিচয় দেয়। ব্যাটিংয়ে গিয়ে টাইগাররা ঘুরে দাঁড়াতে যানে।
১৫ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে