শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০১৬, ০৫:৩০:২৭

সৌম্যের পর দুভার্গ্যক্রমে আউট হলেন তামিম

 সৌম্যের পর দুভার্গ্যক্রমে আউট হলেন তামিম

স্পোর্টস ডেস্ক: চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে সফরকারী জিম্বাবুয়ের ছুঁড়ে দেওয়া ১৬৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নামেন তামিম ইকবাল এবং সৌম্য সরকার। প্রথম তিন ওভার থেকে তারা ২৬ রান তুলে নেন। তবে, ইনিংসের চতুর্থ ওভারে দুভার্গ্যজনক রান আউটের ফাঁদে পড়েন সৌম্য সরকার (৭ রান)। শেষ খবর পাওয়া ৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ উইকেট হারিয়ে ৭২ রান।

শুক্রবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টস জিতে জিম্বাবুয়ের অধিনায়ক এলটন চিগুম্বুরা আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। ম্যাচটি শুরু হয় দুপুর তিনটায়। টাইগারদের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে জিম্বাবুয়ে ১৬৩ রান সংগ্রহ করে।
১৫ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে