শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০১৬, ০৫:৪৬:০৭

খুলনায় একঝাঁক টাইগার ভক্ত নিরাপত্তাকর্মীর উপর ক্ষিপ্ত

খুলনায় একঝাঁক টাইগার ভক্ত নিরাপত্তাকর্মীর উপর ক্ষিপ্ত

স্পোর্টস ডেস্ক: খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শুক্রবার দুপুর ৩টায় জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টোয়েন্টি২০ ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। আর প্রিয় দলের খেলা দেখতে উৎসাহের অভাব নেই খুলনাবাসীর। কিন্তু ম্যাচের শুরু থেকেই নানা অনিয়ম-অব্যবস্থাপনার চিত্র দেখা গেছে। খোদ নিরাপত্তাকর্মীরা অনিয়মে জড়িয়ে পড়েছেন।

খেলা চলাকালে ২নং গেট ঘুরে দেখা যায়, বাংলাদেশ ও জিম্বাবুয়ে দলের নিরাপত্তায় নিয়োজিত নিরাপত্তাকর্মীরা নিজেরাই নিজেদের পছন্দের লোকদের বিনা টিকিটে স্টেডিয়ামে প্রবেশ করিয়েছেন। এই ঘটনায় টিকিট না পাওয়া দর্শকরাও ক্ষিপ্ত হয়ে দেওয়াল টপকে মাঠে প্রবেশ করেন।

শুক্রবার হওয়ায় এ ম্যাচে টিকিটের চাহিদা একটু বেশিই ছিল। কিন্তু ধারণক্ষমতা নয় হাজার থাকলেও ব্যাংকে টিকিট দেওয়া হয় মাত্র ৫২০০টি। ফলে গতকাল ব্যাংকে টিকিট কিনতে গিয়েই ২ জন আহত হন, টিকিটের জন্য বিক্ষুব্ধদের সামলাতে পুলিশ লাঠি চার্জও করে।

ম্যাচের ৬ষ্ঠ ওভার যখন চলছিল, বল করছিলেন মুস্তাফিজুর রহমান। তখন স্থানীয় যুবগীগ নেতা আকিল উদ্দিন নিরাপত্তার কার্ড গলায় নিয়ে গেট থেকে বিনা টিকিটে ৪ জনকে নিয়ে মাঠে প্রবেশ করেন। ঘটনা দেখে স্টেডিয়ামের বাইরে দাঁড়িয়ে থাকা ২০/২৫ জন যুবকও দেয়াল টপকে ভিতরে প্রবেশ করেন। প্রায় ১৫ মিনিট পর পুলিশ তাদের নিবৃত্ত করেন।

এর আগে ১নং গেটে একজনের নিরাপত্তা পাশ নিয়ে আরেকজন স্টেডিয়ামে প্রবেশ করার মুহূর্তে পুলিশ একজনকে আটক করে। ঘটনাস্থলে বিসিবির পরিচালক শেখ সোহেল উপস্থিত থাকায় আটক যুবকের কার্ড সিজ করে তাকে ছেড়ে দেওয়া হয়। এ ব্যাপারে টুর্নামেন্ট ইনচার্জ সাইফুল ইসলাম পিয়াস কোনো মন্তব্য করতে রাজি হননি।

নানা অনিয়ম ও অব্যবস্থাপনায় বিরক্ত দর্শকরাও। খুলনা পাবলিক কলেজের শিক্ষার্থী রায়হান, ইশানসহ একাধিক দর্শক অভিযোগ করেছেন যে, গ্যালারিতে বিনা টিকিটে প্রবেশকারীদের সংখ্যা ছিল অনেক বেশি। -দ্য রির্পোট
১৫ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে