শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০১৬, ০৫:৪৭:৪২

দলের হাল ধরেছেন সাব্বির-মুশফিক

দলের হাল ধরেছেন সাব্বির-মুশফিক

স্পোর্টস ডেস্ক :  চার ম্যাচ টি২০ সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের দেয়া ১৬৩ রানের জবাবে ব্যাট করছে বাংলাদেশ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১২.৩ ওভারে ৯৯ রান। উইকেট পড়েছে ৩টি।

ইনিংসের চতুর্থ ওভারে ভুল বোঝাবোঝির খপ্পরে পড়ে মাত্র সাত রান নিয়ে সাজ ঘরে ফেরেন সৌম্য সরকার। এর পর দলের জন্য কিছুক্ষন লড়ে যান তামিম ইকবাল। কিন্তু সপ্তম ওভারে গ্রায়েম ক্রেমারের বল তুলে মারতে গিয়ে সিবান্দার হাতে ক্যাচে পরিণত হন তামিম ইকবাল (২৯)। এর পর নামেন শুভাগত হোম। তিনি সাত বলে ৯ রান করে সাজ ঘরে ফেরেন।

বর্তামানে মাঠে রয়েছেন মুশফিকুর রহিম ১৪ ও সাব্বির রহমান ৩৯।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শুক্রবার বিকেল ৩টায় শুরু হয় ম্যাচটি।

১৫ জানুয়ারি.২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে