শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০১৬, ০৬:০৩:১৬

ইতিহাস গড়ে তামিমের বছর শুরু

ইতিহাস গড়ে তামিমের বছর শুরু

স্পোর্টস ডেস্ক:  চার ম্যাচ টি২০ সিরিজের প্রথম ম্যাচে সফরকারী জিম্বাবুয়ের দেয়া ১৬৩ রানের জবাবে ব্যাট করছে স্বাগতিক বাংলাদেশ।

সফরকারীদের দেয়া টার্গেট টপকাতে ব্যাটে নেমে ভুল বোঝোবুঝির খপ্পরে পড়ে মাঠ ছাড়তে হয় সৌম্য সরকারকে। ইনিংসের চতুর্থ ওভারে মাত্র সাত রানের মাথায় রান আউট হয়ে মাঠ ছাড়েন তিনি। এর পর সাব্বিরকে নিয়ে দলের হাল ধরেন তামিম। বেশ কিছুক্ষণ লড়ে ব্যক্তিগত ২৯ রান করে সৌম্যের পথে হাঁটেন তিনি।

তবে এ দিনে দারুণ এক মাইল ফলক স্পর্শ করেন তামিম। প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ছক্কার সেঞ্চুরি করেন তিনি। এদিন তামিম আগের ৯৯ টি ছক্কা নিয়ে মাঠে খেলতে নেমে দারুণ এক ছক্কা হাঁকিয়ে নিজের ১০০ তম ছক্কা পূরণ করে নেন। টেস্টে তামিমের ছক্কা ২৭টি, ওয়ানডেতে ৬২, সিকান্দার রাজাকে মারা ছক্কাটি টি-টোয়েন্টিতে তাঁর ১১তম।বর্তমানে তামিমের  সবমোট ছক্কা ১০০টি।

বাংলাদেশিদের মধ্যে তামিমের পরে অবস্থান করছেন টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। তার ছক্কার সংখ্যা ৯২টি। আর তৃতীয় স্থানে আছেন মাশরাফি। তার ছক্কার সংখ্যা ৮৯টি।

১৫ জানুয়ারি.২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে