স্পোর্টস ডেস্ক: দীর্ঘ পাঁচ বছরের ক্রিকেট থেকে নিষিদ্ধ কাটিয়ে পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজের লড়াই দিয়ে পাকিস্তান দলে পূনর্জন্ম নিয়েছেন দেশ সেরা ফাস্ট বোলার মোহাম্মদ আমির। তার এই পূর্ণজন্মে অশুভ ফল পেয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেট দল। শুক্রবার অকল্যান্ডে স্বাগতিকদের ১৬ রানে হারিয়ে সে ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান। কিন্তু পাক অধিনায়ক আফ্রিদির অলরাউন্ড নৈপুণ্যে অনেকটাই ম্লান হয়ে গেছে আমিরের প্রত্যাবর্তন।
টসে হেরে ব্যাট করতে নেমে মোহাম্মদ হাফিজের ৬১ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করে সফরকারীরা। নিউজিল্যান্ডের পক্ষে মিলনে ৩৭ রানে ৪ উইকেট নিয়েছেন।
জবাবে ব্যাট করতে নেমে জবাবটা ভালোই দিচ্ছিল নিউজিল্যান্ড। কিন্তু অধিনায়ক উইলিয়ামসনের ৭০ ও মনরোর ৫৬ রানেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি স্বাগতিকরা। নির্ধারিত ২০ ওভারের শেষ বলে অলআউট হওয়ার আগে তাদের সংগ্রহ ১৫৫ রান। পাকিস্তানের পক্ষে ওয়াহাব রিয়াজ ৩৪ রানে ৩ উইকেট নিয়েছেন। এ ছাড়া আফ্রিদি ও উমর গুল ২টি করে উইকেট নিয়েছেন। তবে ২ উইকেটের পাশাপাশি ৮ বলে ২ চার ও ২ ছক্কায় ২৩ রানের ঝড়ো ইনিংস খেলার কারণে ম্যাচসেরার পুরস্কার উঠেছে আফ্রিদির হাতে। আর এ ম্যাচ জিতে ৩ ম্যাচের টোয়েন্টি২০ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান।
তবে পাকিস্তানের ক্রিকেটভক্তরা এ জয়ের পরও হয়তো ঠিক সন্তুষ্ট হতে পারছেন না। কারণ, ২০১০ সালে লর্ডসে স্পট ফিক্সিংয়ের দায়ে ৫ বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন আমির। নানা চড়াই-উতরাই পেরিয়ে এ ম্যাচে তার প্রত্যাবর্তন হয়। প্রত্যাবর্তন ম্যাচে ৪ ওভারে ৩১ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন তিনি।
১৫ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস