শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০১৬, ০৬:৪২:৪৭

অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন সৌরভ পত্নী ডোনা

অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন সৌরভ পত্নী ডোনা

স্পোর্টস ডেস্ক :  এবার বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায় পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়। আজ শুক্রবার দুপুরে বেহালায় মেয়েকে স্কুল থেকে আনার সময় দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, জেমস লং সরণিতে যাওয়ার সময়ে কেউ কিছু বুঝে ওঠার আগেই একটি ম্যাটাডোর পিছন থেকে এসে ডোনার গাড়িকে ধাক্কা মারে। স্টোন চিপস বোঝাই ছিল ম্যাটাডোরটিতে।

পুলিশ জানায়, ধাক্কায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও, সুরক্ষিত রয়েছেন ডোনা। তাঁর সেরকম কোনও আঘাত লাগেনি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়।

যদিও ঘটনার পরেই চালক-সহ ম্যাটডোরটিকে আটক করে পুলিশ। নিয়ন্ত্রণ হারিয়েই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক অনুমান পুলিশের।
১৫ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে