স্পোর্টস ডেস্ক : এ এক বড় বাধার পাহাড় ডিঙ্গিয়েছে টাইগারা। তাই আজ উজ্জীবিত টাইগাররা। খেলা শেষ হওয়ার কয়েক মিনিট আগেও সবাই চিন্তিত ছিলেন কী হবে আজকের ফলাফল। কিন্তু আত্মবিশ্বাসী টাইগাররা ঠিকই জানে তাদের কীভাবে বিজয় ছিনিয়ে আনতে হবে।শেষমেশ টাইগাররা সবার মুখে হাসি ফুটালো।
আজ দারুণ ব্যাটিং করে বাংলাদেশের সামনে একটি বড় রানের পাহাড় দাঁড় করিয়ে দিয়েছিল জিম্বাবুয়ে। কিন্তু সব চাপ সামলে শেষমেশ জয় ছিনিয়ে নিল আত্মবিশ্বাসী, উজ্জীবিত বাংলাদেশই।
খুলনায় চার ম্যাচের টি২০ সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার জিম্বাবুয়েকে ৪ উইকেটে পরাজিত করেছে বাংলাদেশ। সাবলিল জয় দিয়ে বছর শুরু হলো মাশরাফিদের।
টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৬৩ রান করেছিল জিম্বাবুয়ে। জবাবে ৮ বল হাতে রেখে ছয় উইকেটে ১৬৬ রান সংগ্রহ করে স্বাগতিক বাংলাদেশ। টাইগাররা জয় পায় ৪ উইকেটে।
বাংলাদেশ সময় শুক্রবার বেলা ৩টায় খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। শুরুতেই দুই ওপেনার সিবান্দা ও মাসাকাদজার জুটিতে বড় সংগ্রহের পথেই এগুচ্ছিল সফরকারীরা। ১২তম ওভারের মধ্যেই শতরানের জুটি গড়ে ফেলেন তারা। তবে ওই ওভারের শেষ বলে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনে প্রথম আঘাত হানেন সাকিব আল হাসান, ব্যক্তিগত ৪৬ রানে সাকিবের বলে তামিমের তালুবন্দি হন সিবান্দা।
এরপর আর তেমন জুটি গড়ে তুলতে পারেনি জিম্বাবুয়ে, নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে তাদের রানের চাকাও মন্থর হয়ে যায়। শেষ ৮ ওভারে ৬ উইকেট হারিয়ে ৬২ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে। সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ৭৯ রান করে রান আউট হয়েছেন মাসাকাদজা। বাংলাদেশের পক্ষে মুস্তাফিজুর রহমান ৪ ওভারে ১৮ রানে ২টি ও আল-আমিন হোসেন ৪ ওভারে ২৪ রানে ২টি উইকেট নিয়েছেন।
উল্লেখ্য, ৪ ম্যাচের টোয়েন্টি২০ সিরিজের প্রতিটি ম্যাচই খুলনায় অনুষ্ঠিত হবে।আর প্রতিটি ম্যাচেই জিততে চায় মাশরাফিরা। এ জন্য তারা দৃঢ় প্রত্যয়ী।
১৫ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ