স্পোর্টস ডেস্ক: সফরকারী জিম্বাবুয়ে বিপক্ষে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ দিয়ে নতুন বছরে নতুন জয় তুলে নিয়েছেন টাইগাররা। শুক্রবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ১৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় মাশরাফি বাহিনী।
এদিন বাংলাদেশের এই জয়ের জন্য বিশেষ ভুমিকা রেখেছেন সাকিব আল হাসান ও সাব্বির রহমান। তারা দুইজনই ব্যাট হাতে মাঠ কাঁপিয়েছে। অন্যদিকে বল হাতে জিম্বাবুয়ের বারবার আঘাত করেছেন আল আমিন, মুস্তাফিজুর রহমান। তবে বাংলাদেশের দলের পক্ষে প্রথম উইকেট লাভ করেন সাকিব আল হাসান।
খেলার শুরুতেই দুই ওপেনার সিবান্দা ও মাসাকাদজার জুটিতে বড় সংগ্রহের পথেই এগুচ্ছিল সফরকারীরা। ১২তম ওভারের মধ্যেই শতরানের জুটি গড়ে ফেলেন তারা। তবে ওই ওভারের শেষ বলে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনে প্রথম আঘাত হানেন সাকিব আল হাসান। বাংলাদেশের পক্ষে মুস্তাফিজুর রহমান ৪ ওভারে ১৮ রানে ২টি ও আল-আমিন হোসেন ৪ ওভারে ২৪ রানে ২টি উইকেট নিয়েছেন।
বাংলাদেশের ইনিংসের চতুর্থ ওভারেই দলীয় ৩১ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ, ব্যক্তিগত ৭ রানে রান আউট হয়ে সাজঘরে ফিরে যান সৌম্য সরকার (৭)। পরে তামিম ইকবাল ও সাব্বির রহমান জুটি বেঁধে বিপদ কাটানোর চেষ্টা করেন। কিন্তু দলীয় ৫৮ রানে তামিম আউট হওয়ার পর নিয়মিতই উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। সর্বোচ্চ ৪৬ রান করা সাব্বির রহমানও দলীয় ১১৮ রানে আউট হয়ে যান। মুশফিকুর রহিম কিছুটা প্রতিরোধ গড়লেও তিনি ২৬ রানে আউট হন।
১৬.৫ ওভার শেষে ১৩৭ রানে ৬ উইকেট হারিয়ে কিছুটা চাপেও পড়েছিল বাংলাদেশ। কিন্তু সাকিব আল হাসানের দৃঢ়তায় জয় পেতে তেমন বেগ পেতে হয়নি বাংলাদেশকে। ১৮.৪ ওভারে ৪ উইকেট হাতে রেখে বাংলাদেশ ১৬৬ রান সংগ্রহ করে জয় নিয়ে মাঠ ছাড়ে।
১৫ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস