শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০১৬, ০৭:৩৩:৪০

অভিষেকেই টাইগার সোহানের চমক

অভিষেকেই টাইগার সোহানের চমক

স্পোর্টস ডেস্ক : টি-২০ অভিষেকেই আলো ছড়িয়েছেন প্রথমবারের মতো জাতীয় দলে খেলতে নামা সোহান। শুরুতেই নতুন চমক সোহানের। অবশ্য সবার দৃষ্টিও ছিল তার দিকে।

কি দারুণ অভিষেক! টাইগারদের রঙ্গিন জার্সিতে খেলতে নেমে গ্লাভস হাতে জিম্বাবুয়ের দুই ব্যাটসম্যানকে রানআউট করেন সোহান। ব্যাট হাতেও উজ্জ্বল ছিলেন ২২ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটসম্যান। ৫ বলে একটি চারে ৭ রান করে সাকিব আল হাসানের সঙ্গে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।

প্রসঙ্গত, জিম্বাবুয়ের বিপক্ষে একই ম্যাচ দিয়ে টি-২০তে অভিষেক ঘটে বাংলাদেশের দুই ক্রিকেটার শুভাগত হোম ও নুরুল হাসান সোহানের। সংক্ষিপ্ত এই ফরম্যাটে দু’জনের অভিষেকে ছিল দুই রূপ।      
১৫ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে