স্পোর্টস ডেস্ক: জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে কোনো ব্যাটসম্যান অর্ধশতক না করায় নিজেদের গড়া ৫১ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলো দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। শুক্রবার জোহানেসবার্গে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিনব এই রেকর্ড ভেঙে দক্ষিণ আফ্রিকা।
১৯৬৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে হাফসেঞ্চুরি ছাড়া অতিরিক্ত রান বাদ দিয়ে টেস্টে সর্বোচ্চ ২৮১ রানের নজির গড়েছিল পোটিয়ারা। মজার বিষয় হচ্ছে, এই দুই ম্যাচের অতিরিক্ত রান সমান, ২১। এবি ডি ভিলিয়ার্সের দলের ১১ ব্যাটসম্যানের মিলিত অবদান ২৯২ রান।
অতিরিক্ত রানসহ কোনো অর্ধশতক ছাড়া সর্বোচ্চ রানের রেকর্ড ইংল্যান্ডের। ১৯৮৬ সালের মার্চে পোর্ট অব স্পেনে ৩১৫ রান করেছিল দলটি। সেই ম্যাচে অতিরিক্ত থেকে এসেছিল ৫৯ রান।
দক্ষিণ আফ্রিকার ১১ ব্যাটসম্যান পৌঁছান দুই অঙ্কে। কিন্তু কেউই উদ্বোধনী ব্যাটসম্যান ডিন এলগারের ৪৬ রানকে ছাড়িয়ে যেতে পারেননি। টেস্টে এ নিয়ে ত্রয়োদশবার কোনো ইনিংসে এগারো ব্যাটসম্যানই দুই অঙ্কে গেল।
১৫ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস