শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০১৬, ০৭:৫৭:০৫

নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি শুভাগত

নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি শুভাগত

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে একই ম্যাচ দিয়ে টি-২০তে অভিষেক ঘটে বাংলাদেশের দুই ক্রিকেটার শুভাগত হোম ও নুরুল হাসান সোহানের। সংক্ষিপ্ত এই ফরম্যাটে দু’জনের অভিষেকে ছিল দুই রূপ।

সোহান চমক দেখাতে পারলেও টি-২০তে নিজের প্রথম ম্যাচে নামের প্রতি সুবিচার করতে পারেননি শুভাগত।  

টেস্ট ও ওয়ানডেতে শুভাগতর অভিষেক হয়েছিল আগেই। বাংলাদেশের জাতীয় দলের জার্সিতে খেলে ফেলেছেন ৭টি টেস্ট ও ৪টি ওয়ানডে। শুক্রবার খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচ দিয়েই টি-২০তে অভিষেক হয় শুভাগতর। অবশ্য শুরুটা ভালো হয়নি তার। মাত্র ৬ রান করেই সাজঘরে ফেরেন ২৯ বছর বয়সী এই ক্রিকেটার। ৭ বল মোকাবিলা করে শন উইলিয়ামসের বলে সরাসরি বোল্ড হন তিনি।
১৫ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে