শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০১৬, ০৮:১৮:০৭

২৯ রান তবুও টাইগার তামিমের সেঞ্চুরি!

২৯ রান তবুও টাইগার তামিমের সেঞ্চুরি!

স্পোর্টস ডেস্ক: শিরোনামে পড়ে পাঠক হয়তো চমকে গিয়েছেন। না চমকের কিছু নেই। খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট হাতে ২৪ বল খেলে বক্তিগত ২৯ রান সংগ্রহ করে ১০০ ছক্কা দিয়ে সেঞ্চুরি করেছেন বাংলাদেশের হার্ডহিটার ওপেনার তামিম ইকবাল।

জিম্বাবুয়ের বোলার সিকান্দার রাজার বলে ছক্কা মেরে এই  সেঞ্চুরি করেন তামিম। এই ম্যাচ খেলার আগে ৯৯ ছক্কার মালিক ছিলেন তামিম। তবে এদিন তার ২৯ রানের ইনিংসে একটি ছক্কার মার ছিলো। আর সেই ছক্কা দিয়ে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ১০০ তম ছক্কা। অথ্যাৎ ছক্কার সেঞ্চুরি হয়ে যায়।  

তামিম ইকবালের ১০০ ছক্কার মধ্যে টেস্টে ২৭টি, ওয়ানডেতে ৬২টি ও টোয়েন্টি২০ ক্রিকেটের ১১টি ছক্কা রয়েছে।

বাংলাদেশিদের মধ্যে মুশফিকুর রহিম ৯২টি, মাশরাফি ৮৯টি, সাকিব আল হাসান ৭০টি ছক্কা মেরেছেন সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটে।

এদিকে আন্তর্জাতিক ক্রিকেটে ৪৬৭টি ছক্কা নিয়ে সবার উপরে আছে পাকিস্তানের শহীদ আফ্রিদি, আর ৪২৩ ছক্কা নিয়ে তার পেছনে রয়েছেন ক্রিস গেইল।
১৫ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে