স্পোর্টস ডেস্ক : তারকাদের ক্রিকেট শেখালেন হার্ড হিটার ব্যাটসম্যান বীরেন্দর শেবাগ আর তার দুই ছেলে। তিনি এবং তারা ছেলেরা ডাব্লুিউডাব্লিউই তারকাদের ভক্ত!
শুক্রবার ভারতের সাবেক হার্ড হিটার ব্যাটসম্যান শেবাগ ও তার দুই ছেলে আরিয়াবির ও ভেদান্ত ক্রিকেট শেখালেন দুই ডাব্লুিউডাব্লিউই সুপারস্টারকে। একজন ডিভাস চ্যাম্পিয়ন চার্লোটে, অন্যজন সুপারস্টার ডল্ফ জিগলার।
ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেনইনমেন্টের এ দুই তারকা প্রথমবারের মতো ক্রিকেটের স্বাদ নিলেন।
নয়াদিল্লিতে এখন ডাব্লুিউডাব্লিউই দল। শুক্রবার ও শনিবার তাদের শো। শুক্রবারই শেবাগের কাছে ক্রিকেটের পাঠ নিলেন তারা। ব্যাটিং করলেন শেবাগের বিপক্ষে। বল করলেন শেবাগকে।
ক্যাচ নিতেও ছুটলেন। শিখলেন ক্রিকেট খেলার কৌশল। শিক্ষকের ভূমিকায় ছিলেন শেবাগের দুই ছেলেও! যুক্তরাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে জিগলারের বেসবল ও চার্লোটের সফটবল খেলার অতীত অভিজ্ঞতা আছে। তাই ক্রিকেটের কিছু বিষয়ে তারা মিলও খুঁজে পেয়েছেন।
ডাব্লুিউডাব্লিউইতে দেশের মাটিতে অভিষেক হচ্ছে দুই ভারতীয়’র। একজন সাবেক ওয়ার্ল্ড কাবাডি লিগ চ্যাম্পিয়ন লাভপ্রিত সিং। অন্যজন কুস্তিতে দুবারের জাতীয় চ্যাম্পিয়ন সাতিন্দর দেল পাল।
১৫ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম