স্পোর্টস ডেস্ক: গত বছরের নভেম্বরে হ্যামিল্টন মাসাকাদজাকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টি-২০ সিরিজ (১-১) সমতায় শেষ করেছিল জিম্বাবুয়ে দল। এবার অতিথি দল ডানহাতি এই ওপেনারকে নিয়ে চার ম্যাচের টি২০ সিরিজ খেলতে বাংলাদেশে এসছে। চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসেই প্রথম ম্যাচ ধারা খেয়েছেন অভিষেক টাইগার নুরুল হাসান সোহানের হাতে। মাত্র ৫৬ বলে ৭৯ রান করা মাসাকাদজারকে রান আউট করে সাজ ঘরে ফিরে দেন সোহান।
শুক্রবার চার ম্যাচ সিরিজের প্রথম ম্যাচেই জিম্বাবুয়েন এই ওপেনার ৭৯ রানের ইনিংস খেলে হয়েছেন ম্যাচসেরা। তবে দল হেরে যাওয়ায় বেশ হতাশ মাসাকাদজা। তার মতে প্রথম ম্যাচে জিম্বাবুয়ে দল যদি আর ১৫-২০ রান করতে পারতো তাহলে ম্যাচ অন্যরকম হতো।
ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন জিম্বাবুয়েন এই ডানহাতি ওপেনার। সফরকারী দলের এই ওপেনার বলেন, ‘আমরা অন্তত ১৮০ রানের চিন্তা করেছিলাম। শেষ দিকে ১৫-২০ রান কম হওয়ায় শেষ পর্যন্ত ওই স্কোর গড়া হয়নি।
জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৬৩ রানের স্কোর গড়ে। কিন্তু তাদের এই স্কোরকে ম্যাচের আট বল বাকী রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ। খুলনার উইকেটকে তাই ব্যাটিং সহায়ক বলে হয়েছে মাসাকাদজার।
এ প্রসঙ্গে জিম্বাবুয়েন এই ডানহাতি ওপেনার বলেন, ‘উইকেট ভালো ছিলো। বল সহজেই ব্যাটে আসছিলো। আমরা যদি ১৮০ রান করতে পারতাম, তাহলে ম্যাচের গল্পটা অন্য রকম হতে পারতো। এই রকম উইকেটে বোলিংয়ের চেয়ে ব্যাটিং ভালো হলে সহজেই ম্যাচ জেতা যায়।’
১৫ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস