শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০১৬, ০৯:৩৪:৫৮

ক্ষমা চাইলেন মাশরাফি

ক্ষমা চাইলেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক : জিতেও ক্ষমা চাইলেন বাংলাদেশের খোদ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।  জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে চার উইকেটের জয় দিয়ে নতুন বছরের সূচনা বাংলাদেশের।  

তবে জয়ের চেয়ে এ সিরিজে গুরুত্বপূর্ণ ছিল এশিয়া ও বিশ্বকাপের জন্য সেরা টিম কম্বিনেশন খুঁজে নেয়া।  সে পরিকল্পনায় প্রথমদিনে সামান্য ভুল করে ফেলেন মাশরাফি বিন মর্তুজা।  ম্যাচ শেষে এ ভুলের জন্য তিনি ক্ষমাও চাইলেন।

এশিয়া ও বিশ্বকাপের জন্য পরীক্ষা-নীরিক্ষা করার লক্ষ্যে জিম্বাবুয়ের বিপক্ষে দলে অন্তর্ভুক্ত করেছিলেন বোলিং অলরাউন্ডার শুভাগত হোমকে।  বোলিং অলরাউন্ডার হিসেবে দলে থাকলেও বোলিংই করতে পারেননি শুভাগত।  এ জন্য ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ক্ষমা চান মাশরাফি।

শুক্রবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ম্যাচ শেষে মাশরাফি বলেন, শুভাগতর বিষয়টা ছিল, আসলে আমরা চাইনি ও চারে ব্যাট করুক।  ওই জায়গায় রিয়াদের ব্যাটিং করার কথা ছিল।  এরপরও ওকে পাঠানো হয়। কারণ ও দলে খেলেছে একজন বোলিং অলরাউন্ডার হিসেবে।  ম্যাচে আমি ওকে বোলিং করাতে পারিনি।  ওকে বল করানো উচিত ছিল।  এখানে আমার একটা ভুল হয়ে গেছে।  এ জন্য ক্ষমা চাচ্ছি আমি।

তবে এদিন ভুল হলেও পরের ম্যাচে তাকে ঠিকভাবে ব্যবহার করবেন বলে জানান তিনি।  শুভাগতর ব্যাপার ছাড়া বাকি পরীক্ষায় সফল বলে জানান মাশরাফি।  উদাহরণ হিসেবে সোহানের দুর্দান্ত কিপিং, তিন নাম্বারে সাব্বিরের দারুণ ব্যাটিং, পাঁচ ও ছয় নাম্বারে মুশফিক ও সাকিবের দায়িত্বশীল ব্যাটিং। এসবে দারুণ সফল বলে জানান এই অধিনায়ক।
১৫ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে