স্পোর্টস ডেস্ক : নতুন বছরের শুরুতে ধোনিদের যাত্রাটা শুভ হল না। প্রথম ওয়ানডের পর অস্ট্রেলিয়ার কাছে দ্বিতীয় ওয়ানডেতেও পাত্তা পেল না ভারত। আগের ম্যাচে ৩০৯ রান করে ৫ উইকেটে হেরেছিল ধোনির দল। আর এই ম্যাচে ৩০৮ রান করার পর হেরেছে ৭ উইকেটে। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থাকলো স্বাগতিকরা।
বড় টার্গেটে খেলতে নেমে যথারীতি চাপহীন ব্যাটিং অস্ট্রেলিয়ার।ধীরস্থির শুরু পর ১৪৫ রান তোলেন দুই ওপেনার অ্যারন ফ্রিঞ্চ ও শন মার্শ। দুজনের ব্যাট থেকেই আসে সমান ৭১ রান করে। এরপর ৭৪ রানের জুটি গড়েন আগের ম্যাচের দুই সেঞ্চুরিয়ান অধিনায়ক স্টিভ স্মিথ ও জর্জ বেইলি। ৪৬ রান করে আউট হন স্মিথ। তবে এই ম্যাচে ৭৬ রান করে দল জিতিয়ে মাঠ ছাড়েন বেইলি। তার সাথে ২৬ রানে অপরাজিত থাকেন গ্লেন ম্যাক্সওয়েল।
ভারতের হয়ে একটি করে উইকেটের দেখা পান ইশান্ত শর্মা, উমেশ যাদব ও রবীন্দ্র জাদেজা।
এর আগে টস জিতে প্রথম ব্যাট করতে নেমে দলীয় ৯ রানের মাথায় উইকেট হারায় ভারত। ৬ রান করে আউট হন শিখর ধাওয়ান। এরপর ১২৫ রানের জুটি গড়ে দলকে শক্ত অবস্থানে দাঁড় করান রোহিত শর্মা ও বিরাট কোহলি। ৫৯ রান করে কোহলি রানআউট হওয়ার পর আজিঙ্কা রাহানের সঙ্গে ২১২ রানের জুটি গড়েন রোহিত।
৮০ বলে ৮৯ রানের ইনিংস খেলেন রাহানে। আর টানা দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি তুলে নিয়ে ১২৭ বলে ১২৪ রান করেন রোহিত। কিন্তু এবার সেঞ্চুরি করে হাসতে পারলেন না তিনি। আগে ম্যাচে অপরাজিত ১৭১ রান করার পরও দল হেরেছিল। এই ম্যাচেও হল তাই।
ভারতের স্কোরলাইন আরো বড় হতে পারতো। কিন্তু শেষ দিকের ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটা হয়নি। ভালো করতে পারেননি অধিনায়ক ধোনিও। মাত্র ১১ রান করেছেন তিনি। এর পরের চার ব্যাটসম্যানের কেউই দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি। শেষ পর্যন্ত তাদের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ৩০৮ রান।
অজিদের হয়ে জেমস ফকনার নেন দুই উইকেট।
দল হারলেও ম্যাচসেরা হয়েছেন রোহিত শর্মা। দুদলের তৃতীয় ওয়ানডে হবে ১৭ জানুয়ারি, মেলবোর্নে।
১৫ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ