স্পোর্টস ডেস্ক: দুই দলের আক্রমণ আর পাল্টা আক্রমণই সার। কোন গোলের দেখা পেলো না দর্শকরা। বাংলাদেশের গোলরক্ষককে নেপালের খেলোয়াড়রা পরীক্ষায় ফেললেও বাংলাদেশের খেলোয়াড়দের শট বেশির ভাগই যায় বারের উপর দিয়ে না হয় বাইরে দিয়ে। ফলে নির্ধারিত সময়ে কোন গোল হয়নি।
ড্র হওয়ায় বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে উঠলো। পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে পিছিয়ে নেপাল। খেলায় সেরা খেলোয়াড়ের পুরস্কার পান মোনায়েম খান রাজু। মাঠে নামার আগেই বাংলাদেশেকে চাপ মুক্ত করে দিয়েছিল শ্রীলঙ্কা। শুক্রবার দিনের প্রথম খেলায় মালয়েশিয়ার ফেল্ডা ইউনাইটেডকে হারিয়ে দেয়ায় বাংলাদেশ ও নেপালের সেমিফাইনালে খেলা নিশ্চিত হয়ে যায়। তবে গ্রুপ সেরা হওয়ার জন্য সমান তালে লড়াই করছে বাংলাদেশ-নেপাল।
নেপালের বিপক্ষে চাপমুক্ত এ ম্যাচে একাদশে দুটি পরিবর্তন আনেন কোচ। উইংহার জাহিদ হোসেন জায়গায় মোনায়েম খান রাজু আর ওয়ালি ফয়সালের স্থানে ইয়ামিন আহাম্মেদ মুন্নাকে একাদশে নিয়েছেন মারুফুল হক।
১৫ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস