স্পোর্টস ডেস্ক: আজ থেকে বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল)-এর প্রথম রাউন্ডের খেলা। প্রথম দিনেই তাইজুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলকে ৭৪ রানে হারিয়েছে বিসিবি উত্তরাঞ্চল।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলকে ম্যাচ জয়ের জন্য ২৩১ রানের টার্গেট দেয় বিসিবি উত্তরাঞ্চল। কিন্তু নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৫৬ রানে অলআউট হয়ে ম্যাচ হারে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল। বিসিবি উত্তরাঞ্চলের তাইজুল ৩৮ রানে ৫ উইকেট নেন।
এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৮২ রানে গুটিয়ে যায় বিসিবি উত্তরাঞ্চল। প্রথম ইনিংসে ৩৯২ রান করেছিলো বিসিবি উত্তরাঞ্চল। আর নিজেদের প্রথম ইনিংসে ৩৪৪ রান করেছিলো প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল। ম্যাচের সেরা হয়েছেন বিসিবি উত্তরাঞ্চলের তাইজুল।
১৫ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস