শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০১৬, ১১:৩০:১৪

সোহানের অগ্নি-অভিষেকে রোমাঞ্চিত মাশরাফি

সোহানের অগ্নি-অভিষেকে রোমাঞ্চিত মাশরাফি

স্পোর্টস ডেস্ক: নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচে ব্যাট হাতে নামলেন এমন এক সময়, দল যখন ভীষণ চাপে। অগ্নি-অভিষেক যাকে বলে। নিজের তৃতীয় বলটাতেই সাহসী-সুন্দর এক শট! হাঁটু গেড়ে স্কুপ করলেন ব্রায়ান ভিটোরিকে। মাত্র সাত রানের এক ইনিংস খেলেছেন নুরুল হাসান। কিন্তু ওই ছোট্ট ইনিংসটি দিয়েই বুঝিয়ে দিয়েছেন, বাংলাদেশের নতুন প্রজন্মের ক্রিকেটাররা কী অসীম আত্মবিশ্বাসী!

 

শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ ক্রিকেট অভিষেক হয়েছে কাজী নুরুল হাসান সোহানের। প্রথম ম্যাচে সোহানের পারফরম্যান্সে রোমাঞ্চিত দলনেতা মাশরাফি বিন মর্তুজা।

 

মুশফিকুর রহিমের পরিবর্তে টি২০ সিরিজের প্রথম ম্যাচে উইকেটের পেছনে এবং উইকেটের সামনে দারুণ পারফরম্যান্স করেছেন নুরুল হাসন সোহান। টি২০ অভিষিক্ত সোহানকে প্রশংসায় ভাসালেন টাইগার অধিনায়ক।

 

এ বিষয়ে মাশরাফি বলেন, সোহানের কাজ যেটি, সেটি ভালোভাবেই করতে পেরেছে। শুরুটা বেশ ভালো হয়েছে। প্রথম ম্যাচেই বিচার করা কঠিন। তবে এই ধরণের ক্রিকেটারকে পেয়ে আমি রোমাঞ্চিত। তার কিপিং হয়েছে অসাধারণ।

 

স্বাগতিক অধিনায়ক মাশরাফির সবচেয়ে ভালো লেগেছে, চাপের মধ্যেও সোহানের নির্ভার থাকতে পারার সামর্থ্য। এ বিষয়ে স্বাগতিক অধিনায়ক বলেন, ‘টি২০ ফরম্যাটে রিল্যাক্সড থাকাটা খুব গুরুত্বপূর্ণ। ওকে দেখে মনে হয়েছে, খুব রিল্যাক্সড ছিল। প্রথম ম্যাচেই বিচার করা কঠিন, তবে শুরুটা বেশ ভালো।

১৫ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে