স্পোর্টস ডেস্ক : হোটেলে খাওয়ার পর পকেটে টাকা নেই শাহিদ আফ্রিদির। আজ থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সে দেশে ক্রিকেট সিরিজ খেলা শুরু করেছে পাকিস্তান।
তার আগে পাকিস্তানের টি ২০ অধিনায়ক শাহিদ আফ্রিদি এবং আহমেদ শেহেজাদ বেরিয়েছিলেন একটু রাস্তায়। পথে খিদে পায় দুজনের। ক্যাপ্টেন এবং সতীর্থ দুজনে ঢোকেন একটি ম্যাকডোনাল্ডের রেস্তোরাঁয়।
কিন্তু খাবার খেয়ে দেখেন, তাদের পকেটে রয়েছে ডলার। কিন্তু সেই হোটেলে ডলার নেয়া হয় না। সেখানকার টাকাও ছিল না আফ্রিদিদের কাছে। অবশ্য তার কাছে রেস্তোরাঁ কর্মীরা টাকা চাননি খুব একটা।
কারণ ক্রেতা যে স্বয়ং শাহিদ আফ্রিদিই। এ সময় রেস্তোরাঁয় ঢোকেন শাহিদ আফ্রিদর এক ভক্ত। নাম তার ওয়াকাস নাভিদ। তিনিই শহিদ আফ্রিদির খাবারের বিল মিটিয়ে দেন।
১৫ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম