স্পোর্টস ডেস্ক: কিছুদিন আগে লা লিগায় বার্সেলোনার হয়ে ৫০০ ম্যাচ খেলে রেকর্ড করেছেন। সদ্য পাঁচ বার ৫০০ ম্যাচ খেলে অনন্য রেকর্ডও গড়েছেন তিনি। আবারো অফিসিয়াল ক্যারিয়ারের জন্য ৫০০ গোল করে ভক্তদের পুরষ্কার দিতে চান মেসি। এজন্য প্রস্তুত হচ্ছেন লিওনেল মেসি। বার্সা কোচ লুই এনরিকে মনে করেন এবার মেসি যেমন ছন্দে রয়েছেন, যেমন ফিট রয়েছেন, তাতে এবার ৫০০ গোল করা অসম্ভব নয়।
এনরিকে বলেন,‘মেসি খুব ভালো ছন্দে রয়েছে। চোট পাওয়ার পরে যথেষ্ট বিশ্রামের দরকার ছিল। যথেষ্ট বিশ্রাম নিয়েছেন তিনি। বিশ্রাম নেওয়ার পরে তিনি সম্পূর্ণ সুস্থ । এবার সেই পুরনো ছন্দ মেলে ধরবেন বলেই মনে করছি। এখনও পর্যন্ত ৬০৯টি সরকারি ম্যাচ খেলেছেন মেসি। গোল করেছেন ৪৭৯। ৪৩০টি গোল করেছেন বার্সার হয়ে। দেশের হয়ে ৪৯ গোল করেছেন তিনি। এবার ৫০০ গোলের ল্যান্ডমার্ক ধরে ফেলবেন বলেই মনে করা হচ্ছে।
১৫ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস