শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬, ০৮:১২:২০

যে বিরল ত্যাগের জন্য সাকিব-মুশফিককে ধন্যবাদ মাশরাফির

যে বিরল ত্যাগের জন্য সাকিব-মুশফিককে ধন্যবাদ মাশরাফির

স্পোর্টস ডেস্ক : দলের ভালোর জন্য নিজেদের সহজাত ভূমিকা ত্যাগ করেছেন বলে দুই সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমকে ধন্যবাদ জানিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বেশ কটি পরীক্ষা-নিরীক্ষা করেছে বাংলাদেশ। তবে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল সাকিব ও মুশফিকের ভূমিকায় রদ-বদল।
 
টি-টোয়েন্টিতে সাকিবের নিজের পছন্দ তিন নম্বরে ব্যাট করা।একটু সময় নিয়ে লম্বা ইনিংস খেলা। কিন্তু শুক্রবার সাকিবকে নামানো হয়েছিল ছয়ে, ফিনিশারের ভূমিকায়। আর ৪৪ টি-টোয়েন্টি ম্যাচের ক্যারিয়ারে এই প্রথমবার কিপিং গ্লাভস দেয়া হয়নি মুশফিককে।
 
একজন সাবেক অধিনায়ক, এখনকার সহ-অধিনায়ক; আরেকজন এখনও টেস্ট অধিনায়ক। এমন দুজন সিনিয়র ক্রিকেটারকে নিজেদের সহজাত ভূমিকা থেকে অন্য কিছু করতে বলাটাও সহজ ছিল না। তবে মাশরাফি জানালেন, দুজনই আন্তরিকভাবে নিয়েছেন ব্যাপারটি।
 
৪ উইকেটে ম্যাচ জেতার পর সংবাদ সম্মেলনে দুই সিনিয়র ক্রিকেটারকে ধন্যবাদ জানালেন অধিনায়ক। মাশরাফি বলেন, ‘সিদ্ধান্তগুলোর দিকে তাকালে খুব কঠিন ছিল। মুশফিক শেষ ৮-১০ বছর ধরে সব লেভেলে কিপিং করছে। সাকিবের সিদ্ধান্তও খুব কঠিন ছিল। তবে ভালো ব্যাপার হলো যে সিনিয়ররা ব্যাপারটি ভালোভাবেই নিয়েছে, দলের ভালোর জন্যই সব কিছু করা হয়। সাকিব ও মুশফিক ধন্যবাদ প্রাপ্য যে ওরা ত্যাগ করেছে, দলের ভালোর কথা চিন্তা করেছে।’
 
দুটি সিদ্ধান্তই অবশ্য বেশ সফল হয়েছে। ১৩ বলে অপরাজিত ২০ রানে ফিনিশারের ভূমিকায় সফল সাকিব। মুশফিকের জায়গায় কিপিং করে নজর কেড়েছেন অভিষিক্ত নুরুল হাসান।
১৫ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে