শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬, ০৮:৫৭:৩৭

বছরের শুরুতে সাকিবের ‘লজ্জার’ রেকর্ড

বছরের শুরুতে সাকিবের ‘লজ্জার’ রেকর্ড

স্পোর্টস ডেস্ক:  দেশের হয়ে টি২০ ক্রিকেটে প্রথম বোলার হিসেবে পঞ্চাশ উইকেটের মাইলফলক স্পর্শের টার্গেটে গতকাল খুলনার স্টেডিয়ামে বল হাতে নেমেছিলেন সাকিব আল হাসান। তবে তা স্পর্শ করতে না পারলেও ভিন্ন স্বাদের নতুন এক তিক্ত কীর্তি গড়েছেন তিনি। এই ম্যাচের ক্যারিয়ারে সবচেয়ে বেশি রান দেয়ার রেকর্ড গড়লেন সাকিব।

জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটিতে চার ওভার বল করে ৪৫ রান দিয়েছেন সাকিব। একটি উইকেট নিলেও ওভার প্রতি রান দিয়েছেন ১১.২৫ করে। এটি সাকিবের ক্যারিয়ারের সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড। এর আগে ২০১২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে চার ওভারে ৪০ রান দিয়েছিলেন তিনি। অথচ এই জিম্বাবুয়ের বিপক্ষেই ২১ রানে চার উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেছিলেন সাকিব।

তবে বাংলাদেশের পক্ষে সবচেয়ে খরুচে বোলার হিসেবে শীর্ষে আছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। ২০১৪ বিশ্বকাপে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে চার ওভার বোলিং করে ৬৩ রান দিয়েছিলেন তিনি।

১৪ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে