স্পোর্টস ডেস্ক : সিরিজ ৫ ম্যাচের। শেষ হয়েছে দুটি। কোনো চেষ্টায়ই কিছু হচ্ছে না। হারের যেন নিত্য সঙ্গী। হতাশ ভারতের ওয়ান অধিনায়ক ধোনি।
বর্তমানে ফর্মে থাকা রোহিত শর্মার অসাধারণ সেঞ্চুরি দ্বিতীয় ম্যাচেও। ভারতের ৩০০-র উপর রান স্কোরবোর্ডে৷তবুও হারল মহেন্দ্র সিং ধোনির টিম ইন্ডিয়া৷ পাঁচম্যাচের য়ান ডে সিরিজে ২-০ এগিয়ে গেল স্মিথের অস্ট্রেলিয়া৷
পার্থে প্রথম ম্যাচে পাঁচ উইকেটে হারার পর স্পিনারদের দুষেছিলেন ধোনি৷ ব্রিসবেনে সাত উইকেটে হার হজম করার পর ব্যাটসম্যানদের পাশাপাশি বোলারদেরও দায়ী করলেন তিনি৷
ধোনি হারের বিষয়ে বলছেন,‘ শুধু রান করেই ম্যাচ জেতা সম্ভব নয়৷বোলারদেরও দায়িত্ব থাকে৷ব্যাটিং-বোলিংয়ে আমাদের উন্নতি করতে হবে৷যে কোনও মাঠেই ৩০০ ভালো রান৷বিশেষত অস্ট্রেলিয়ার মাঠে ওদের বিরুদ্ধে৷
কিন্তু এখন যা অবস্থা তাতে ৩০০ যথেষ্ট নয়৷ ব্যাটসম্যানদের আরও দায়িত্ব নিতে হবে৷ ৩৩০-৪০ টার্গেট করতে হবে৷আমাদের বোলাররা এক্সট্রা রানও প্রচুর দিয়েছে৷এটা কমাতেই হবে৷’
অন্যদিকে ঋষি ধাওয়ান ও গুরকিরত মানের এখনই দলে আসা সম্ভব নয় বলেই মত ভারতীয় ক্যাপ্টেনের৷সেরা বোলিং অ্যাটাকে এই দুই নাম আসছে না বলেই মনে করেন মাহি৷রবিবার তৃতীয় ওয়ান-ডে’তে মুখোমুখি হবে দু’দল৷এখন দেখার ভারত ঘুরে দাঁড়াতে পারে কিনা? তথ্যসূত্র : কলকাতা।
১৬ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর