স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক শহীদ খান আফ্রিদি যেন একটি নাম। একের পর এক লিখে যাচ্ছেন কাব্য। খেলার মাঠে জাদু দেখিয়ে ফের তাক লাগালেন পাক কাণ্ডারি আফ্রিদি।
অনেকের ধারনা আফ্রিদি হারিয়ে গেছেন। কিন্তু না, নিজেকে ফের অসাধারণ প্রমাণ করেছেন ক্রিকেটের বিশ্বমুখ আফ্রিদি। ২ বলে যখন ১০ রান দরকার। তখন দুটি ছয় মারা ছাড়া ম্যাচ জয় করা অসম্ভব।
ঢাকার মিরপুরে সিলেট দলের হয়ে সেটা করে দেখানো আফ্রিদি এবার ঝলক ছাড়েন নিউজিল্যান্ডের বিপক্ষে। ৮ বলে করেছেন ২৩ রান। তার দল জয় পায় ১৬ রানে।
দুইদলের রানের ব্যবধান আসে তার ব্যাটেই। ব্যাটেই নয় বল হাতেও দুটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে ম্যাচের মোড় গুড়িয়ে দেন তিনি। ভয়ঙ্কর ব্যাটসম্যান ইলিয়ডকে তার ৩ রানের মাথায় বোল্ড করেন আফ্রিদি।
উইকেটকিপার ব্যাটসম্যান রোঞ্চিকে শূণ্যরানে ফেরান আফ্রিদি। অন্যকেউ মেডেন ওভার পাননি। টি-টোয়েন্টিতে এটা সচারচর হয় না। আফ্রিদি মেডেন ওভারও পান একটি।
ব্যাট ও বল সব দিক থেকেই অলরাউন্ড পারফর্মছিল তার। কিউদের বিরুদ্ধে প্রথম ম্যাচের নায়কও নির্বাচিত হয়েছেন তিনি।
১৬ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর