শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬, ১০:১১:৩১

আশঙ্কা মুক্ত পেলে

আশঙ্কা মুক্ত পেলে

স্পোর্টস ডেস্ক: ২০১৫-এর শেষের দিকে যুক্তরাষ্ট্রে হিপ ইনজুরির জন্য অস্ত্রোপচার করিয়েছিলেন ব্রাজিলের সাবেক ফুটবলার পেলে।

ব্রাজিলের স্থানীয় পত্রিকার তথ্যমতে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। কিন্তু শারীরিক অবস্থার দ্রুত উন্নতিতে ফিজিও থেরাপির জন্য এখনো তিনি যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন পেলে।

দি ফোলহা ডি সাও পাওলো বলেছে, নিউইয়র্ক সিটির সার্জনরা ৭৫ বছর বয়সী পেলের দেহে ২০১২ সালে প্রতিস্থাপন করা হিপ পুনঃপ্রতিস্থাপন করেছে। তার চিকিৎসক রবার্তো ড্রান্টাস কুইরোজের উদ্ধৃতি দিয়ে সংবাদপত্রটি জানায়, পেলে হিপ অংশে ফিব্রোসিসেরও চিকিৎসা করিয়েছেন। পুরোপুরি সুস্থ হওয়া পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রেই কাটাবেন বলে ধারণা করা হচ্ছে।

পত্রিকাটিতে আরো উল্লেখ করা হয়,  নিউইয়র্কে বসবাসরত কন্যা কেলি ও নাতি-নাতনীদের সঙ্গে সেখানেই পেলে ক্রিসমাস কাটিয়েছেন তিনি।

 

সৌজন্যে:বাসস১৪ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে