স্পোর্টস ডেস্ক: বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১৬ বার ব্যাট করেছেন তিনে, ১৪ বার চারে, ৮ বার পাঁচে। ৬ নম্বরে ব্যাট করলেন শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম।
মজার ব্যাপার হলো নতুন ভূমিকায় প্রথম ম্যাচেই সফল সাকিব। শুক্রবার বাংলাদেশের জয়ে তার ৬ নম্বর পজিশনটাই দলেকে দিয়েছে বড় ধরনের সাফল্য। শেষ দিকে দলকে লক্ষ্যে পৌঁছে দিয়েছে তার ১৩ বলে ২০ রান।
তাই ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক মাশরাফির কণ্ঠেও ছিল সাকিবকে ঘিরে উচ্ছ্বসিত প্রশংসা। বলেন, “একটা বড় সিদ্ধান্ত ছিল সাকিবকে ৬ নম্বরে ব্যাট করানো। মূলত একজন অভিজ্ঞ ব্যাটসম্যান শেষ দিকে রাখা এবং প্রয়োজনের সময় ঠাণ্ডা মাথায় রান তাড়া করতে পারার ভাবনাতেই ওকে ছয়ে নামানোর পরিকল্পনা করা হয়। আজকে পরিস্থিতি ছিল ঠিক সেরকম এবং সাকিব সেটা পেরেছে দারুণভাবে।”
এছাড়া মাশরাফি আরো বলেন, “ বাংলাদেশ দলের সবচেয়ে সফল ব্যাটসম্যান সাকিব। আর শেষ মুর্হূতে ব্যাট করা ছিল অনেকটা কঠিন।তারপরও দলের ভালোর জন্যই ওকে ছয়ে নামানো হয়েছে। সাকিবকে সবসময় ফ্লেক্সিবল রাখা যায়, কারণ সে সেই ধরনেরই ক্রিকেটার। সব জায়গায় মানিয়ে নেওয়ার সামর্থ্য আছে।”
১৬ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আরিফুর রাজু/এআর